নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ মে)।
এ তিন উপজেলায় বিগত সময়ের চেয়ে নির্বাচন আরো গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এসব উপজেলায় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।
উপজেলা নির্বাচন: সারাদেশে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
রবিবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এসব কথা বলেন।
তিনি জানান, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহবান জানানো হয়েছে। কেবল তাই না, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণে জিরো টলারেন্সে থাকবে প্রশাসন। শান্তিপূর্ণ নির্বাচনে কেউ কোনো রকম ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
স্বাআলো/এস