যশোরের উপজেলা পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হোক

সম্পাদকীয়: উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আজ যশোরের তিন উপজেলা পরিষদের নির্বাচন। উপজেলা তিনটি হলো ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা ।

মানুষের মন থেকে ভোট ভীতি দূর করতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। এ তিন উপজেলায় বিগত সময়ের চেয়ে নির্বাচন আরো গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এসব উপজেলায় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

নড়াইলে উপজেলা নির্বাচনে ভোটবাক্সসহ ভোট গ্রহনের সামগ্রী বিতরণ

জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহবান জানানো হয়েছে। কেবল তাই না, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণে জিরো টলারেন্সে থাকবে প্রশাসন। শান্তিপূর্ণ নির্বাচনে কেউ কোনো রকম ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

আমরা আশা করি প্রশাসনের সতর্ক ব্যবস্থায় ভোটে মাঠে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে। আগের মত ভোটাররা নির্বিঘেœ নিশ্চিন্তে ভোট দিতে যেতে পারবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে। এ পরিবেশের সুযোগ নিতে ভোটারদের প্রতি প্রশাসনের সাথে আমরা আহবান জানাবো তারা যেন স্বতস্ফুর্তভাবে ভোট দিতে যান। ভোট নিয়ে যে দুর্নামের বোঝা আমাদের ঘাড়ে চেপেছে গানি আমাদেরই মুছতে হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ক্ষেত্রে যখন এগিয়ে যাচ্ছি তখন গণতন্ত্রের অন্যতম স্মারক নির্বাচনকে স্বচ্ছ পথে এগিয়ে নিতে হবে। যশোরের আজকের তিন উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবের আমেজে অনুষ্ঠিত হবার ক্ষেত্রে মাইল ফলক হোক। কোন ক্ষেত্রেই কলঙ্ক তিলক কপালে ধারণ করে সামনে এগোনো যাবে না।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...