দেশের মানুষের মাথাপিছু ঋণ ৪০ হাজার টাকা

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৩৬৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৪০ হাজার ১৫০ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। এমন তথ্য জাতীয় সংসদ অধিবেশনে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য হাজি সেলিমের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুন মাস পর্যন্ত বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ৬২ হাজার ৩১২ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার (সাময়িক), যার মধ্যে বহুপাক্ষিক ৩৬ হাজার ৭৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিপাক্ষিক ২৫ হাজার ৫৩১ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে সংগৃহীত তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১৭০ দশমিক ৭৯ মিলিয়নের হিসাব অনুযায়ী বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৪ দশমিক ৮৫ মার্কিন ডলার।

মুস্তফা কামালের দেয়া তথ্য মতে, ঋণ প্রদানের দিক থেকে এগিয়ে রয়েছে বিশ্বব্যাংক। এ সংস্থাটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ এক হাজার ৯৫৩ কোটি ৬৮ লাখ ডলার ঋণ নিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে এক হাজার ৪১১ কোটি ৪৮ লাখ ডলার পেয়েছে। দেশ হিসেবে রাশিয়া থেকে সর্বোচ্চ ৫৮৯ কোটি ৯৯ লাখ ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। এ ঋণের প্রায় পুরোটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেয়া। এরপর আছে চীন। দেশটি থেকে ৫৩৭ কোটি ৪১ লাখ ডলার, এআইআইবি ১৫০ কোটি ৪১ লাখ, ভারত থেকে ১২৯ কোটি ৯৩ লাখ ডলারসহ আরো কয়েকটি দেশ ও সংস্থা থেকে ঋণ নেয় বাংলাদেশ।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...