নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের চাঁচড়া বাজার মোড়ে বেনাপোলগামী বাসের ধাক্কায় হাসান আলী (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি চাঁচড়া বাজার মোড় এলাকার রবিউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ভ্যান রেখে বসেছিলেন চালক হাসান। এসময় বেনাপোলগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় ও তিনি গুরুতর আহত হন।
পথচারীরা হাসানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
স্বাআলো/এস