খুলনা বিভাগ

ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা খুন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | October 29, 2025

পারিবারিক কলহের জেরে যশোরের ঝিকরগাছা উপজেলায় মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের আরো চারজন আহত হয়েছেন।

নিহত মহিউদ্দিন উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিনের নাতনীর সঙ্গে তিন বছর আগে যশোরের পাগলাদাহ গ্রামের তবিবরের বিয়ে হয়েছিলো, যা সম্প্রতি বিচ্ছেদে গড়ায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে তবিবর কয়েকজন সহযোগী নিয়ে মহিউদ্দিনের বাড়িতে এসে তার নাতনীকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা এতে বাধা দিলে তবিবর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

হামলায় মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) এবং আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তবিবর ও তার দুই সহযোগীকে আটক করে গণপিটুনি দেয়। আহতদের দ্রুত ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে মহিউদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, ঢাকায় নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo