জেলা প্রতিনিধি, নড়াইল: ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে নড়াইলে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শহরের রুপগঞ্জ বাজারে নড়াইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রোস্তঁরা মালিক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
বাংলাদেশ রোস্তঁরা মালিক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি গোলাম রব মোল্যার সভাপতিত্বে ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রবিন সাহা, সাংগঠনিক সম্পাদক শেখর নন্দী, সদস্য মফিজুর রহমান, পঞ্চানন কুন্ডু, খায়ের মোল্যাসহ সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভ্যাট-ট্যাক্সের টাকা সাধারণ মানুষের পকেট থেকে আসে। যেভাবে ভ্যাট-ট্যাক্স আরোপ করা হয়েছে। সাধারণ মানুষ এতে অভ্যস্ত না। এত হোটের রেস্তোরা বন্দ হয়ে যাবে। ভ্যাট-ট্যাক্স এর পরিমাণ কম হলে মানুষ দিতে পারবে, বেশি ভ্যাট-ট্যাক্স আদায় হবে। সরকারের কাছে অনুরোধ, আগে যে ভ্যাট-ট্যাক্স ছিল সেই সিদ্ধান্তে ফিরে যেতে হবে। না হলে হোটেল মালিকদের ব্যবসা করা খুবই কঠিন হবে। অনির্দিষ্টকালের জন্য হোটেল বন্ধ করে দিতে হবে। এতে বিপুল সংখ্যক কর্মচারীরা বেকার হয়ে পড়বে।
স্বাআলো/এস