বিনোদন

প্রভার ভিডিও ভাইরাল

| October 13, 2023

ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোাগযোগমাধ্যমেও। কখনো ছবি বা ভিডিও দিয়ে ভক্তদের সব সময়ই আপডেট রাখেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ২৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন।

সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না, বললেন প্রভা

সেখানে দেখা যাচ্ছে, কোনো একটি অনুষ্ঠানে শাড়ি পড়ে গিয়েছিলেন প্রভা। সেখানে হাস্যোজ্জ্বল ছিলেন বেশ। এমনকি ভিডিওর শেষে ভক্তদের উদ্দেশে চোখে টিপও মারেন। এরপরই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি ছড়িয়ে পড়ে।

হাজারো মন্তব্যের ভিড়ে এক ভক্ত মন্তব্য করেন, শাড়িতেই নারী, বিশ্বাস করো জান তুমি আসলেই একটা পরি।

প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজেকে সামলে আবারো ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply