বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। মাঝে-মধ্যেই পরিবারের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা, যা মুহূর্তেই ভাইরাল!
‘পরীমণিকে যথাযথ ব্যবহার করা হচ্ছে না’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীর পা ধরে বসে আছেন ছোট বোন। রীতিমতো পা ধরে টানাটানি করছেন। একটা সময় তাকে জিজ্ঞেস করতে দেখা গেলো, পা ধরছিস কেন বল? আর উত্তরে সে হেসে সোজা বলতে লাগলো, আপু এসো! একটু লুডো খেলবো…এসো এসো! আর এই কাণ্ড দেখেই পরী হেসে বললেন, লুডো খেলার জন্য কেউ এমন করতে পারে আমি ভাবতেও পারি না।
প্রসঙ্গত, পরীমণি সর্বশেষ ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
স্বাআলো/এস