বিনোদন

শাকিব-মিষ্টির ভাইরাল ছবি, সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | July 7, 2025

ঢাকাই সিনেমার আলোচিত তারকা শাকিব খান এবং অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতকে নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে তোলা একাধিক ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে—তাদের মধ্যে কি কোনো বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে বা হচ্ছে কি না।

মিষ্টি জান্নাত সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে শাকিব খানকে সাদা পাঞ্জাবি ও সানগ্লাসে দেখা যায়, আর পাশে রয়েছেন মিষ্টি।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ভালো থাকবেন। প্রথম আমি।” সঙ্গে জুড়ে দেন তিনটি লাল হৃদয়ের ইমোজি ও ভালোবাসার চিহ্ন। এই ছোট্ট বার্তাটিই ভক্ত-অনুরাগীদের মাঝে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দিয়েছে।

এর আগেও গত ২ জুলাই মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে তোলা আরেকটি ছবি শেয়ার করেছিলেন, যার ক্যাপশন ছিল ‘সেই ১ম বার’। সেখানেও ছিল হার্ট ইমোজি, যা ঘিরে রহস্যের জাল তৈরি হয়েছিল। কেউ কেউ এটিকে তাদের সম্পর্কের সূচনার ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছেন।

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসি, মূলহোতা গ্রেপ্তার

আরও পেছনে গেলে দেখা যায়, এক মাস আগেই গত ২ জুন মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন। সেগুলোর ক্যাপশন ছিলো ‘লাভ লাভ’। সেই ছবি ঘিরেও শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা।

এদিকে, এর আগে এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত এই বিষয়ে বলেছিলেন, “শুধু সেলফি না, আমরা তো পুরো দিন আড্ডা দিয়েছি। অনেকে লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে অনুরোধ করে ছবি তুলেছি! এসব দেখে বিরক্ত হয়েছি। আমি একজন ২৭ বছরের স্বাধীন নারী। আমার ইচ্ছে হলে আমি কারও সঙ্গেই ছবি তুলতে পারি। তাছাড়া শাকিব খান ২৫ বছরের ক্যারিয়ারের একজন সুপারস্টার, তার সঙ্গে ছবি তুলতে সমস্যা কোথায়?”

উল্লেখ্য, শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই বিতর্ক তৈরি হয়েছে। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল তিনি নাকি এক চিকিৎসক পাত্রীকে বিয়ে করতে চলেছেন—এমনকি কেউ কেউ ধারণা করেছিলেন, সেই পাত্রীই মিষ্টি জান্নাত।

তবে এখনো পর্যন্ত মিষ্টি জান্নাত বা শাকিব খান—দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, রহস্যময় ক্যাপশন এবং ভক্তদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক এখন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। তাদের মধ্যকার সম্পর্ক এখন শুধুই গুঞ্জন নাকি সত্যিকারের কোনো নতুন শুরুর ইঙ্গিত, তা জানতে অপেক্ষা করতে হবে।

স্বাআলো/এস

Shadhin Alo