ভারতে ভিসা না পেয়ে ‘কান্না পাচ্ছে’ পরীমনির

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরীমনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন ভারতের একটি সিনেমায়। আগামী ১৭ জানুয়ারি কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’।

এই খুশির খবরের মধ্যেও মন ভালো নেই অভিনেত্রীর। ভিসা না পাওয়ায় যেতে পারছেন না ভারতে।

নিজের ভেরিফায়েড পেজে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ‘মন খারাপের’ কথা জানিয়েছেন পরীমনি।

ওই পোস্টে পরী বলেন, আগামীকাল ১৭ জানুয়ারি আমার প্রথম সিনেমা ফেলুবক্সি রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।

ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত কিন্তু মন খারাপ হচ্ছে ভিষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাইকে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উরে যেতে পারি না।

তিনি আরো বলেন, যাইহোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম……। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।

ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী।

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

যশোর গ্রিড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য আগামী ১৭ জানুয়ারি,...

বেনাপোলে মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)...

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার...

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল...