জেলা প্রতিনিধি,পটুয়াখালী: জেলার ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ভিটামিন এ ক্যাম্পেইন-০১জুন ২০২৪ পালন উপলক্ষে জেলা পর্যায়ে প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সিভিল সার্জন অফিস কার্যালয় এর আয়োজনে ইপিআই সভা কক্ষে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদফতর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাফর খান এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় এর সঞ্চালনে পাওয়ার পয়েন্টে ভিটামিন এ ক্যাম্পেইন- ০১জুন ২০২৪ পালন উপলক্ষে জেলা বিভিন্ন তথ্য তুলে ধারেন সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ ভুপেন চন্দ্র হালদার।
এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি রিপন চন্দ্র দাশ, সিভিল সার্জন অফিস কার্যালয় এর কোল্টসেট টেকনিশিয়ান মুনসুর আহমেদ, পরিসংখ্যকবিদ খেকান চন্দ্র হালদারসহ পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পটুয়াখালী জেলার আটটি উপজেলায় এবছর ছয় থেকে ১১মাস বয়সী ২৮হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুইলক্ষ ৩২হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে ওরিয়েন্টশন কর্মশালায় জানান, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ ভুপেন চন্দ্র হালদার।
স্বাআলো/এস/বি