যশোর অসহায়দের মুখে হাসি ফোটালেন স্বেচ্ছাসেবক কামাল

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কামাল।

সোমবার উপজেলার রঘুনাথনগরে নিজ বাড়িতে এলাকার দেড় শতাধিক নারী ও পুরুষের মাঝে পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে এসব মানুষের মুখে হাসি দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য জাহিদুল ইসলাম, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও রঘুনাথনগর মহাবিদ্যায়ের সভাপতি কামরুজ্জামান কামাল বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এলাকার অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। আমি চাই তারাও ঈদের দিন হাসিখুশি থাকুক।

ঈদ উপহার বিতরণ শেষে নিজ বাড়িতে ইফতারের আয়োজন করেন কামরুজ্জামান কামাল।

এতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর শরীফ সাকী, মিন্টু হোসেন, পৌর শাখার যুগ্ম-আহ্বায়ক আশিকুল ইসলাম, সদস্য শাকিল খান, সবুজ হোসেন, ঝিকরগাছা সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মাগুরার সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, হাজিরবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শংকরপুরের সাধারণ সম্পাদক আশানুর রহমান, নির্বাসখোলার সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক শওকত আলী ইমন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার ও শেখ আসিফ প্রমুখ।

 

স্বাআলো/এস 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...