ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পথশিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার (১৭ মার্চ) ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও আলোকিত পথ নৈশ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, যুবলীগ নেতা জাফিরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, নজরুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আশানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য কামরুজ্জামান শাহীন, ইসমাইল হোসেন, সবুজ হোসেন, ঝিকরগাছা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, গদখালীর সভাপতি আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন ও শেখ আসিফ প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে ঝিকরগাছা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
স্বাআলো/এসআর