যশোরের দুই উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ শুরু, উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আজ এ দুই উপজেলার সাথে যশোর সদর উপজেলায়ও ভোটগ্রহণের কথা ছিলো। তবে আদালতে নির্দেশনায় নির্বাচন কমিশন সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে।

সকাল থেকে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পাওয়া যাচ্ছে। তবে ভোটকেন্দ্রগুলোতে প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ ‍শুরু

অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উবায়দুজ্জামান জানান, এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২২৮ জন। সকাল ১০টা পর্যন্ত অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় এ কেন্দ্রে ২৯০ জন ভোটার ভোট দিয়েছেন বলে তিনি জানান।

দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অভয়নগরে ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই পদে ভোটগ্রহণ হচ্ছে না। চেয়ারম্যান পদে বাঘারপাড়ায় ছয়জন এবং অভয়নগরে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারীদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে রয়েছেন।

৯০ উপজেলায় ভোট নিতে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই উপজেলাতেই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অভয়নগরে দুই লাখ ১৭ হাজার ভোটার ৮১টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া বাঘারপাড়ায় এক লাখ ৮৯ হাজার ভোটার ৭০টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই উপজেলায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। এজন্য বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ২৩টি মোবাইল টিম ও ডিবি পুলিশের তিনটি টিম দায়িত্ব পালন করছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...