চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কোন বড় রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বুধবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়। বৈরী আবহাওয়ার কারণে ভোট গ্রহণের শুরুতেই ভোটাদের উপস্থিতি কম। বেলা বাড়তে শুরু করলে ভোটাদের উপস্থিতি বাড়বে বলে তিনি জানিয়েছেন।

এ নির্বাচনে দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। দামুড়হুদায় মোট ভোটার দুই লাখ ৪৭ হাজার ৮২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ২২ হাজার ৯৪১ জন ও পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৮৭৯ জন। ৯৬টি ভোট কেন্দ্রে ৭০০ টি কক্ষে ভোট গ্রহণ চলবে।

জীবননগর উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। মোট ভোটার এক লাখ ৫৩ হাজার ২১৫ জন। নারী ভোটার ৭৬ হাজার ৩০০ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ৯১৫ জন। ৬২টি ভোট কেন্দ্রের ৪৪২টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

এদিকে এদিন সকাল সাড়ে ৯টার দিকে চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ভাই দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলী মুনছুর বাবুর সমর্থকরা মোটরসাইকেল প্রতীক এস.এ.এম.জাকারিয়া আলমের সমর্থক কুড়ুলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলামকে মারধর করে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন না করার জন্য বলে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...