নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই যশোর সদর উপজেলা পরিষেদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শেষ করেছেন। এখন শুধু ভোট গ্রহণের অপেক্ষা। ভোটাররা মুখিয়ে আছেন কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান।
আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে।
নির্বাচনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ২১৯টি কেন্দ্রে ছয় লাখ সাত হাজার ৭৮৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটার মধ্যে তিন লাখ চার হাজার ৭৩০ জন পুরুষ ও তিন লাখ তিন হাজার ৫২ জন নারী এবং ৭ জন হিজড়া।
যশোর সদরকে স্মার্ট উপজেলা গড়তে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো: বিপুল
নির্বাচনে প্রার্থী ১৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আটজন ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন।
চেয়ারম্যান প্রতিদ্ধন্ধী প্রার্থীর মধ্যে আনোয়ার হোসেন বিপুল ‘দোয়াত কলম’, মোহিত কুমার নাথ ‘শালিক পাখি’, শফিকুল ইসলাম জুয়েল ‘কাপ পিরিচ’, মোসতফা ফরিদ আহমেদ চৌধুরী ‘আনারস’, তৌহিদ চাকলাদার ফন্টু ‘মোটরসাইকেল’, আ.ন.ম অরিফুল ইসলাম হীরা ‘হেলিকপ্টার’, শাহারুল ইসলাম ‘জোড়া ফুল’, ও ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধীতা করছেন।
বিজয়ী হলে সদর উপজেলা হবে সন্ত্রাস ও মাদকমুক্ত: বিপুল
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধী পাঁচ প্রার্থীর মধ্যে শেখ জাহিদুর রহমান লাবু ‘বৈদ্যুতিক বাল্ব’, শাহজাহান কবির শিপলু ‘চশমা’, কামাল খান ‘তালা’, মনিরুজ্জামান ‘উগড়াজাহাজ’, ও সুলতান মাহমুদ বিপুল ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধীতা করছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে বাশিনুর নাহার ঝুমুর ‘ফুটবল’, শিল্পী খাতুন ‘হাঁস’, ও জ্যোৎস্না আরা মিলি ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধীতা করছেন।
টেকসই উন্নয়নে বিপুলের ইশতেহারে ‘নলেজ পার্ক’
জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচন আয়োজনের রির্টানিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইলেক্ট্রনিং ভোটিং মেশিন (ইভিএম) মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে পৌছে যাবে। এ উপজেলায় ২১৯টি ভোটকেন্দ্রে এক হাজার ৭৫৬ ভোট কক্ষে ভোটগ্রহণ করা হবে।
বিজয়ী হলে যশোর সদরে প্রধানমন্ত্রীর নির্দেশিত শতভাগ উন্নয়ন বাস্তবায়িত হবে: বিপুল
তিনি আরো জানান, এ নির্বাচনে ভোট কর্মকর্তা রয়েছেন পাঁচ হাজার ৪৮৭ জন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ২১৯, সহকারী প্রিজাইডিং অফিসার এক হাজার ৭৫৬ ও পোলিং অফিসার তিন হাজার ৫১২ জন রয়েছেন।
সব মিলিয়ে প্রার্থী ও তাদের নির্বাচনী কর্মীদের প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠে যশোর সদর উপজেলার নির্বাচনী পরিবেশ।
স্বআলো/এস