১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার (২১ মে) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে।

সোমবার (২০ মে) ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

দ্বিতীয় ধাপে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিলো ১৬১ উপজেলার। স্থগিত, ধাপ পরিবর্তন এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় কিছু উপজেলা বাদ পড়েছে। শেষ পর্যন্ত ভোট হচ্ছে ১৫৬ উপজেলায়।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে এক হাজার ৮২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন হয়েছেন। এ নির্বাচনে মোট ভোটার তিন কোটি ৫২ লাখ। তাদের মধ্যে এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার পুরুষ এবং এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার নারী। ভোটকেন্দ্র রয়েছে ১৩ হাজার ১৬টি ও ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ নির্বাচনে সাত জন চেয়ারম্যানসহ মোট ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...