প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে পুরো দেশের ভোট বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
কাজী হাবিবুল বলেন, জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে পুরো দেশের ভোট বন্ধ করে দেয়া হবে। ভোট যাতে বাধাগ্রস্ত না হয়, তার জন্য সংশ্লিষ্ট সবারই সহায়তা প্রয়োজন।
নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে প্রিজাইডিং অফিসারের কেন্দ্র ত্যাগের কথা বলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট বন্ধ না করলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সিইসি বলেন, কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা, আয়োজক হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। প্রত্যাশা প্রথম থেকেই ছিলো কিন্তু এখনো নির্বাচনের অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।
সিইসি আরো বলেন, বিএনপিকে আলোচনার জন্য নির্বাচন কমিশন আমন্ত্রণ জানালেও সাড়া পাইনি। তবে আমন্ত্রণের চেষ্টা চালিয়ে যাবে কমিশন। ইসি চায় রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের মতামত উপস্থাপন করুক। এজন্য সবাইকে নিরন্তর আহবান করে যাচ্ছি এবং সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদেরকে আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।
স্বাআলো/এসএস