জাতীয়

ঈদুল আজহা, বর্জ্য অপসারণ ১২ ঘণ্টায়

ঢাকা অফিস ঢাকা অফিস | May 25, 2025

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে সরকার।

কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর হাট, কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকবে।

ঈদের ছুটিতেও যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী বছর থেকে হাটে পশুর হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হবে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর যেন ন্যায্য দাম দেয়া হয়। রাস্তায় কোরবানির পশু ওঠানো বা নামানো যাবে না, পশুর হাটের ভেতরে গিয়ে পশু নামাতে হবে। এছাড়া হাটের নিরাপত্তায় পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হবে।

উপদেষ্টা জানান, দুই সিটি করপোরেশন এলাকায় এবার ২০টি গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। হাটগুলো নির্ধারিত স্থানেই বসবে, কোনোভাবেই সড়কের ওপর হাট বসানো যাবে না। কোরবানির ছুটিতে সার্বিকভাবে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo