রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ১নং ওয়ার্ডের সন্তান ইতালি প্রবাসী আসাদুজ্জামান আসাদের পক্ষ থেকে তীব্র তাপদাহে খেটে খাওয়া মানুষ, ব্যাটারিচালিত অটোবাইক, বৌগাড়ি, রিকশা ও ভ্যান চালকসহ পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) পৌর শহরের ডাকবাংলো মোড় থেকে উত্তরপাড় বাজার পর্যন্ত এ কার্যক্রমে সেচ্ছাসেবী যুবকরা অংশগ্রহন করেন।
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপদাহের ভেতরেই তাদের বের হতে হচ্ছে। নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
এই তাপদাহে প্রবাসী আসাদুজ্জামান আসাদ পানি ও স্যালাইন নিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় সবাই তাকে সাধুবাদ জানিয়েছেন।
স্বাআলো/এস