স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হতে হবে: মাশরাফী

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ভিপি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুম।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এমপি ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা।

নড়াইলে সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ সোনার বাংলায় পরিণত হয়েছে। দেশে আজ গনতন্ত্র উদ্ধার ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সহিংসতাকে একমাত্র রাজনৈতিক কৌশল বলে মনে করে বিএনপি। বিএনপি ও তাদের সহযোগিদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া হবে না।

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। লোহাগড়ার মাটি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে এই জনপদের কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যশোরের সুমন নিহত

যুবলীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয় সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহা, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আর্ন্তজাতিক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরমেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফয়জুল হক রোম, বিশেষ বক্তা কেন্দ্রীয় যুবলীগের উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম, এএনএম ইমরুল হক, শাহিন আহমেদ, সজিবুল ইসলাম, লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান মোল্যা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর যুবলীগের সভাপতি রিয়াজউদ্দিন মুন্সী প্রমুখ।

নড়াইল জেলা পরিষদের বাজেট পাস

সম্মেলনে লোহাগড়া উপজেলা ও পৌর এলাকা থেকে আগত যুবলীগ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের আলোচনা ও সম্মতির ভিত্তিতে লোহাগড়া উপজেলা ও পৌর কমিটি গঠন করা হবে। দুইটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩১জন পদ প্রত্যাশী জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...