নড়াইলের কালিয়ার কলাবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ মে) কালিয়ার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় কান্দিপাড়া গ্রামের জাহিদ শেখ (৫০), জুলফিকার শেখ (৪৫) ও শাহাবুদ্দিন শেখকে আটক করা হয়।
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা: রাতভর অভিযান, আটক ৭০
এ সময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, চারটি চাপাতি, একটি বল্লম, চারটি টেটা উদ্ধার করে সেনাবাহিনী।
আটকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধার ও আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বাআলো/এস