নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশ এক যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট এবং জাল টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, নিয়মিত মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের বিভিন্ন সম্ভাব্য স্থানে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। টানা সাত ঘণ্টার অভিযানে চারজনকে আটক করা সম্ভব হয়।
যশোরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
আটককৃতরা হলেন ঘুরুলিয়া গ্রামের হাসানুর রহমান রিংকু, চুড়ামনকাঠি এলাকার আবুল হাসান, কচুয়া ঘাটকান্দা গ্রামের আমিনুর রহমান ও খোজারহাট বিজয়নগরের মাসুদ রানা।
ওসি আরো জানান, আটককৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় অস্ত্র, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক হাজার টাকার একটি জাল নোট জব্দ করা হয়েছে।
এই ঘটনায় বুধবার রাতেই কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত চারজনকে বৃহস্পতিবার (১ মে) আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্বাআলো/এস