লিটন ঘোষ জয়, মাগুরা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি।
মনোনয়ন পাওয়ার তিনদিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে নিজ এলাকা মাগুরায় এলেন সাকিব আল হাসান।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় সাকিবের বহরের গাড়িগুলো গড়াই নদীর কামারখালি ব্রিজে পৌঁছালে ক্রিকেটার নন, নৌকার মাঝি সাকিব আল হাসানকে দেখতে দলীয় নেতাকর্মী ও ভক্তদের ছিলো উপচে পড়া ভিড়। মাগুরা-ফরিদপুর সীমান্ত কামারখালী এলাকা থেকে শুরু হয় মানুষের দীর্ঘ জট। গড়াই সেতু থেকে দুই কিলোমিটার সড়ক জুড়ে মানুষ সাকিবকে অভিনন্দন দিতে থাকেন হাজার, হাজার মানুষ। মাগুরা থেকে ১০০টি প্রাইভেটকার এবং শত শত মোটরসাইকেলসহ স্থানীয় নেতাকর্মীরা ফুলে ফুলে বরণ করে নেন সাকিবকে।
এসময় উপস্থিত ছিলেন, মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাকিবের বাবা মাশরুর রেজা প্রমুখ।
স্বাআলো/এস