বিনোদন

বিপদ আসলে শুভাকাঙ্ক্ষী চিনবেন: পরীমনি

| October 17, 2023

বিভিন্ন সময় তার এই অসুস্থতা আসল শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষ চিনতে সহায়তা করেছে বলে সামাজিকমাধ্যম ফেসবুকে লেখেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি।

তিনি লেখেন, সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারো মনে হইতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারো নাই। ‘এক্সপেক্টেশন যতো কম জীবন ততো সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতোটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।

একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে দুটি ছবি শেয়ার করে তিনি বলেন, যাই হোক- মা-পুত্রের এই ছবি দুইটা কেমন একটা শান্তি দেয় না চোখে?

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমনি

‘ডোডোর গল্প’ সিনেমাটির ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকার বাইরে শুটিং হওয়ার কথা ছিলো পরীমনিসহ অন্য শিল্পীদের। কিন্তু নায়িকার অসুস্থতার কারণে শুটিং বাতিল করতে হয়েছে। বর্তমানে অন্য শিল্পীদের নিয়ে সিনেমাটির দৃশ্যধারণ হচ্ছে বলে জানিয়েছেন এর নির্মাতা রেজা ঘটক।

তিনি বলেন, পরীমনি সুস্থ হলেই তার অংশের শুটিং করবো। আপাতত অন্যদের শুটিং চালিয়ে নেবো। আগে পরীমনির সুস্থ হওয়া জরুরি। তিনি সুস্থ বোধ করলেই তাকে নিয়ে ফের শুটিং শুরু করবো।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply