স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাজে সময় পার করছেন লিটন দাস। ব্যাট হাতে ছন্দে নেই এই উইকেটরক্ষক ব্যাটার। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে চান এই টাইগার ওপেনার।
বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২১ মে) লিটনের সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি।
সেখানে তিনি বলেন, ‘দল হিসেবে আমরা যেটা করেছিলাম ২০২১ সালের বিশ্বকাপে ততটা করতে পারিনি। ২০২২ সালে আমরা ভিন্ন কন্ডিশনে ছিলাম, বড় দলের সঙ্গে ম্যাচ জিততে। কিন্তু খারাপও হয়নি। আর আমার নিজের কথা বললে আপ টু দ্য মার্ক ছিলো না।
লিটন আরো বলেন, আমি নিজে যে মানের খেলোয়াড়, যেমন পারফর্ম করা উচিত আমি সেটা করতে পারিনি। জিনিসটা যদি এভাবে বলি আগের দুই আগের দুই বিশ্বকাপে যদি একশো না রান করি, এবার যদি ১০১ রান করি তাহলে বোঝা যাবে ভাল করছি। যা করিনি, তারচেয়ে ভালো কিছুর চেষ্টা করবো।
খারাপ সময়ে তার স্ত্রী পাশে থাকেন বলে জানান লিটন। তিনি বলেন, ‘আমার অনেক মানুষই আছে যে কিনা আমাকে মোটিভেট করে সবসময়। অনেক কোচই আছে যাদের সঙ্গে কথা হয় যারা কিনা আমাকে মোটিভেট করে। আসলে এই সময়ে মোটিভেট করাটা অনেক বড় বিষয়। সবচেয়ে আমার কাছের মানুষ হচ্ছে স্ত্রী। সবসময় আমাকে সাহস দেয়, এর থেকে আর বড় কিছু লাগে না।
স্বাআলো/এস