বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি; যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। নতুন খবর হলো, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার জয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ জুলাই) সকালে শাবনূর লিখেছেন, অভিনন্দন আর্জেন্টিনা! আমি যখন সময় পাই ফুটবল খেলা দেখি। ফুটবল আমারও প্রিয় খেলা। আর বাংলাদেশের মানুষ প্রায় সবাই ফুটবল পাগল।
তিনি আরো লিখেছেন, আজ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছেন, তাদের আনন্দ দেখে আমিও অনেক খুশি। আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল একদিন ঘুরে দাঁড়াবে!
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই: শাবনূর
ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
মোহাম্মদ রহিম শিকদার নামে একজন লিখেছেন, অভিনন্দন মেসি, অভিনন্দন আর্জেন্টিনা।
আব্দুস সামাদ লিখেছেন, আর্জেন্টিনাকে নিয়ে পোস্ট করায় অনেক অনেক ধন্যবাদ বাংলা চলচ্চিত্রের লিজেন্ড মহানায়িকা প্রিয় শাবনুর আপু। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আপনার জন্য।
ফারজানা আঁখি লিখেছেন, কংগ্রাচুলেশনস।
গোপাল হালদার নামে আরেক ভক্ত লিখেছেন, আর্জেন্টিনাকে অভিনন্দন। প্রিয় আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য তোমাকে অভিনন্দন এবং ধন্যবাদ নিরন্তর।
প্রসঙ্গত, এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৩ সালে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সঙ্গে জুটি বেধে তিনি উপহার দিয়েছেন একের পর এক দর্শক প্রিয় সিনেমা। যেগুলোর আবেদন আজও কমেনি।
স্বাআলো/এস/বি