এশিয়া কাপের সেমিফাইনাল কবে, কখন

স্পোর্টস ডেস্ক: সব জটিল হিসেব-নিকেশ শেষ করে চূড়ান্ত হলো নারী এশিয়া কাপের সেমিফাইনাল লাইন-আপ। এক আসর পর ফের শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিতে উঠেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ দল হিসেবে স্বাগতিক শ্রীলঙ্কাও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে মুর্শিদার ৫৯ বলে ৮০ এবং নিগার সুলতানা জ্যোতির ৩৭ বলে ৬২ রানে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৭৭ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

এর আগে, ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত ও পাকিস্তান। তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ভার‍ত এবং সমান ম্যাচে এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে সেমিতে উঠে পাকিস্তান।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ‘এ’ গ্রুপের রানার্সআপের মোকাবিলা করবে।

দুইটি সেমিফাইনালই আগামী শুক্রবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দিনের প্রথম সেমিতে বাংলাদেশ সময় দুপুর দুইটা ৩০ মিনিটে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। অন্যদিকে আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...