Uncategorized

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বউ-শাশুড়ির

| March 19, 2024

খুলনা ব্যুরো: খুলনার দাকোপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার হরিণটানা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগে থেকে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেয়া ছিলো। মঙ্গলবার ওই ক্ষেতের আইলে সবজি তুলতে যান শাশুড়ি চপলা গাইন (৬৫)। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ছেলের বউ টুম্পা গাইন (৩৬) এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পিকআপ-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৫ জন নিহত

নিহত চপলা লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick