বিনোদন ডেস্ক: ঢালিউড নায়িকা মাহিয়া মাহি মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন।
কয়েকদিন আগে ব্রাউন চুলে, লাল রঙের স্লিভলেস টপস, রঙের সাথে ম্যাচিং করে ঠোঁটে লিপিস্টিক; এমন লুকে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এবার বউয়ের সাজে নেটিজেনদের সামনে এলেন মাহি।
মাহিয়া মাহি তার ফেসবুক পেজে ব্রাইডাল লুকের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, নতুন বউয়ের সাজে মাহি পরেছেন সাদা চুমকি বসানো প্লাটিনাম-গোল্ড রঙের লেহেঙ্গা।
এসময় আলোচিত এ নায়িকা পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন নেকপিস, দুল, টিকলি, রতনচুর আর চুড়ি। লেহেঙ্গার ওড়না ডান হাতে পেঁচিয়ে নিজেকে অনন্য রূপে এনে ক্যামেরায় পোজ দিয়েছেন মাহি।
রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাজকুমার’ এ সুপারস্টার শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।
স্বাআলো/এস