জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার সদর উপজেলার গোভিপুর গ্রামে সালেহা খাতুন (৪০) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
নিহত সালেহা খাতুন তিন সন্তানের জননী।
এই ঘটনায় এলাকাবাসী ঘাতক স্বামী এলাহী বক্সকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।
শুক্রবার (১০ মে) মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ভিটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাহী বক্স মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভিটাপাড়ার খোদা বক্সের ছেলে।
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতিবেশীরা জানান, শুক্রবার সালেহা খাতুন বাথরুমে যাওয়ার সময় তার স্বামী এলাহী বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপর্যুপরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, এলাহী বক্স কী কারণে স্ত্রীকে হত্যা করেছেন সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। তার মানসিক সমস্যা রয়েছে।
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক স্বামী এলাহী বক্সকে ধরিয়ে দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস