লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় ঈদের মার্কেটে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ডেইজি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ডেইজি মাগুরা শহরের পারলা বেলতলা এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ওষধ কোম্পানিতে কর্মরত জাহিদুল ইসলামের স্ত্রী।
বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে স্বামী ও ছেলের সাথে শহরে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে স্বপরিবারে গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাবার পথে গৃহবধূ ডেইজির মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত অবস্থায় নিহতের ১১ মাসের শিশু পূত্রকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্বামী জাহিদ মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহকর্তা এবং তাদের শিশু সন্তান আশঙ্কামুক্ত বলেও দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন।
মাগুরায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস