বিনোদন

নোবেলের কাছে স্ত্রী, কাঁদলেন স্বামী (ভিডিও)

| November 23, 2023

স্ত্রী আরশিকে গায়ক নোবেলের ফেসবুক ওয়ালে দেখে দিশেহারা খুলনার ফুড ব্লগার নাদিম। প্রথমে ওয়ালে একের পর এক অন্তরঙ্গ ছবি, এর ভেসে আসে ‘গট ম্যারেড’। কিছুই বুঝে উঠতে পারছিলেন না নাদিম।

বুধবার (২২ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেন নাদিম। এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

নাদিম বলেন, আমি আমার স্ত্রীর প্রতারণার শিকার হয়েছি। তবুও চেষ্টা করছি তাকে নিজের কাছে ফিরিয়ে আনার। এতো বছর সে আমার সঙ্গে, আমি কখনো কল্পনাও করিনি আমার স্ত্রী এমন কিছু করবে। আমি কিছুই জানতাম না। আমার স্ত্রী আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, স্টোরি দিচ্ছে, সবকিছুই ভালোই যাচ্ছিলো। সুতরাং এমন কিছু ঘটছে সেই সন্দেহ করারও সুযোগ ছিলো না। হঠাৎ করেই একদিন দেখলাম গায়ক নোবেল একটা প্রোফাইল পিকচার দিয়েছে। যেখানে তার সঙ্গে আমার স্ত্রী। আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে পারছিলাম না। মেনে নিতে পারছিলাম না।

নেশা করিয়ে অন্তরঙ্গ ছবি তুলেছে নোবেল, থানায় জিডি আরশির

কান্না জর্জরিত কণ্ঠে নাদিম বলেন, এরপর হঠাৎ করেই দেখি নোবেলের আইডিতে আরশিকে বিয়ের দাবি করা একটি পোস্ট। এটা আমার জন্য মেনে নেয়ার মতো ছিলো না। আমি নোবেলের বাড়িতে পুলিশ নিয়ে যাই। এসময় আরশির বাবা-ভাই আমার সাথে উপস্থিত ছিলো। সেখানে গিয়ে দেখি তারা দুইজনেই নেশায় আসক্ত হয়ে আছেন। তবুও চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার। কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে আরশি জানান, সে আমার কাছে ফিরতে চান না।

চতুর্থ বিয়ে করলেন সংগীতশিল্পী নোবেল

তিনি আরো বলেন, সবাই জানেন আমি সবসময় আরশিকে উপরে ওঠানোর চেষ্টা করেছি। কিন্তু আজকে আমি হেরে গেছি। যার যায় শুধু সেই বোঝে। আমি আমার স্ত্রীকে ফেরত আনার জন্য শেষ চেষ্টাও করেছি। হয়তো অন্য কোনো ছেলে থাকলে সেটাও করতো না। কিন্তু আমি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো এই সবকিছু দ্রুত কাটিয়ে উঠতে পারি।

ভিডিও দেখতে ক্লিক করুন।

Shadhin Alo

Leave a Reply