উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঢাকা অফিস: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়।

এরআগে বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

ইসি সূত্র জানায়, এ ধাপে মোট এক হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।

প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

মাগুরা সদরে ওসমান ও শ্রীপুরে রাজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

নির্বাচনে বিজয়ী হলেন যারা

মাগুরা: মাগুরা সদর উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ও শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিয়ত উল্লাহ রাজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র এক হাজার ২৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৩ হাজার ৫০৬ জন। শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৬৫২ জন। ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৫০ শতাংশ।

প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হারুন উর রশীদকে (টেলিফোন) পরাজিত করে সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল সরকার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান হারুন উর রশীদ (টেলিফোন), সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ (মোটরসাইকেল) এবং আমিনুল ইসলাম (আনারস)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে শাহিনুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুল বেগম নির্বাচিত হয়েছেন।

বিরামপুরে ঘোড়া প্রতীক নিয়ে পারভেজ কবির বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান আতাউর রহমান (চশমা) ও নারী ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীকে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন ফলাফল ঘোষণা করেন।

পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী যারা

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্লাহ ভূঞা পেয়েছেন ৭৭৫ ভোট।

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে টিয়া পাখি প্রতীকের আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বনিক তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন খান চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৮৩০ ভোট।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের দেয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বান্দরবান: সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস এবং আলীকদমে দোয়াতকলম প্রতীকে জামাল উদ্দিন (আওয়ামী লীগ) ৯ হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুদ্দুস জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা।

সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৩ হাজার ৩২১ ভোট পেয়ে ফারুক আহমেদ (উড়োজাহাজ প্রতীকে) নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেহাইনু মারমা (প্রজাপতি)।

আলীকদমে ভাইস চেয়ারম্যান পদে ৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের রিটন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শিরিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর: মেহেরপুর সদরে আনারুল ইসলাম চেয়ারম্যান, হাশেম আলী ভাইস চেয়ারম্যান এবং লতিফুন্নেছা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মুজিবনগরে আমাম হোসেন মিলু চেয়ারম্যান, বি এম জাহিদ হাসান রাজীব ভাইস চেয়ারম্যান এবং তকলিমা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরিফুল আলম চৌধুরী রাজু, ভাইস চেয়ারম্যান পদে গোলাম মহিউদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীনুর আক্তার বিউটি বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর: ভেদরগঞ্জ উপজেলা পরিষদে ওয়াছেল কবির এবং নড়িয়া উপজেলা পরিষদে এ কে এম ইসমাইল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদেরমধ্যে ওয়াছেল কবির এবার প্রথম নির্বাচনে অংশ নেন। ইসমাইল হক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গাজীপুর: গাজীপুর সদরে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রীনা পারভীন পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। মতলব উত্তর উপজেলায় বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক।

মতলব দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল।

মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিয়াজউদ্দিন রিয়াজ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...