বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবীবকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলাম।
মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আহসান হাবীবকে প্রত্যাহারের প্রজ্ঞাপনে বলা হয়, তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর মাধ্যমে তাকে তার মূল কর্মস্থল বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো।
একই দিনে জারি করা অপর এক প্রজ্ঞাপনে, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন আনা হলো।
স্বাআলো/এস