বেতনের সঙ্গে বোনাসও পেলেন নারী ক্রিকেটাররা

জটিলতার অবসান ঘটিয়ে বেতনসহ বোনাস পেলো নারী ক্রিকেটাররা। তাদের বেতন পৌঁছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল।

তার ভাষ্য, দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিলো। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায় এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতোটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জয়ের পর সুসংবাদও পেয়েছেন জ্যোতি-ফারজানারা। বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের বোনাসও দেয়া হয়েছে।

নাদেল যোগ করেন, তাদের কাছে বোর্ডের পক্ষ থেকে কমিটমেন্ট ছিলো সেটা দেয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই সিরিজ জেতার পর দল ও ভালো পারফরম্যান্স করেছে, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেয়া হয়েছে। আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।

বিসিবির এই পরিচালকের মন্তব্য, দুঃখজনকভাবে আমাকে কেউ বিষয়টি অবহিত করেনি। আমাদের উইংস থেকে নামটা পাঠিয়ে দিয়েছি; আমাদের ওই সময় আর করণীয় ছিলো না। খেলোয়াড়রাও যেহেতু সিরিজের মধ্যে ছিলো, তাদেরও ব্যস্ততা ছিলো তারাও কেউ কিন্তু বিষয়টা আমাদের অবহিত করেনি।

নতুন বেতন কাঠামোয় আগে যেসব নারী ক্রিকেটার ৮০ হাজার টাকা পেতেন, এখন বেতন বাড়ানোয় সর্বোচ্চ এক লাখ টাকা পাবেন তারা। এ ছাড়া যাদের বেতন ৩৫ হাজার টাকা ছিলো, তাদের বেতন বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...