নড়াইলে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: শিক্ষা-ধর্ম-সম্প্রীতি প্রকল্পের মূলনীতি এ স্লোগানকে সামনে নিয়ে নড়াইলে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে,মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’, শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৬ মে) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, নড়াইল ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকার,’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সজাগ থেকে কাজ করার উপর গুরত্ব আরোপ করা হয়।

নড়াইল জেলায় এ প্রকল্পের আওতায় তিনটি স্তরে মোট ৯৪টি শিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রাক প্রাথমিক ৬৩টি, ধর্মীয় শিক্ষা শিশু ১৩ ও ধর্মীয় শিক্ষা বয়স্ক ১৮টি।প্রতিটি শিক্ষা কেন্দ্রে ৩০ জন শিক্ষার্থী রয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মেহেদী হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, রামকৃষ্ণ আশ্রম ও মিশন, নড়াইলের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার বিকাশ চন্দ্র দাস, জেলা পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারি প্রকল্প পরিরচালক দেবাশীষ বাইন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...