জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার ১২টি এবং গলাচিপা উপজেলার দুইটি ইউনিয়নের রাইট-টু-গ্রো-প্রকল্পের পাঁচ বছরের শিশুদের জীবন ও তাদের পরিবারের উন্নতির জন্য, শিশু স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজের প্রকৃত অবস্থা যাচাই ও প্রমাণ র্নিমানের জন্য পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মিডিয়া এ্যাভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীতে বীরঙ্গণাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
বুধবার (২৬জুন) সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী এর আয়োজনে এসডিএর প্রশিক্ষন কেন্দ্রে রাইট-টু-গ্রো-প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরিন এর সঞ্চালনে সাংবাদিকদের নিয়ে এক মিডিয়া এ্যাভোকেসি কর্মশালা উদ্বোধন করেন সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাসান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিমুল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান, পটুয়াখারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হ্রদয়, সাবেক সভাপতি স্বপন ব্যার্নাজী, জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাংবাদিক বিলাস দাশ, চিন্ময় কর্মকার, ম্যাক্স ফাউন্ডেশন প্রতিনিধি সনাতন চন্দ্র দে, সিএসও জেলা কমিটির সভাপতি শ.ম.দেলওয়ার হোসেন দিলিপ, সদর উপজেলা সিএসও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার প্রমুখ।
পটুয়াখালীতে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাইট-টু-গ্রো-প্রকল্পের পাঁচ বছরের শিশুদের জীবন ও তাদের পরিবারের উন্নতির জন্য, শিশু স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াশ এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজের প্রকৃত অবস্থা যাচাই ও প্রমাণ নির্মাণের জন্য মিডিয়া এ্যাভোকেসি কর্মশালায় পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত
সাংবাদিকবৃন্দ, সিএসও সদস্যগন উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস