অবশেষে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য দুই দলেরই।
গত আসরের মত এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। ইতোমধ্যেই দেশ ছেড়ে প্রথম ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ নারী দল।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
বাংলাদেশ নিজেদের ঝালাই করে নিতে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে। এ জয় নিঃসন্দেহে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে রাখবে।
তাই বলা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে নিজেদের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে প্রত্যেকের সঙ্গে দেখা করার সুযোগ পাবে। সে হিসেবে গ্রুপ পর্বে বাংলাদেশ ৭টি ম্যাচ খেলবে।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের সময়সূচি
২ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান, কলম্বো
৭ অক্টোবর- প্রতিপক্ষ ইংল্যান্ড, গৌহাটি
১০ অক্টোবর- প্রতিপক্ষ নিউজিল্যান্ড, গৌহাটি
১৩ অক্টোবর- প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বিশাখাপত্তম
১৬ অক্টোবর- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বিশাখাপত্তম
২০ অক্টোবর- প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নাভি মুম্বাই
২৬ অক্টোবর- ভারত, নাভি মুম্বাই
স্বাআলো/এস