যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকালে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কার্যালয় চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরিফ হাসান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ।
স্বাআলো/এসএ