বিশ্ব ইজতেমা শুরু ৩১ জানুয়ারি

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজনে মাঠ প্রস্তুতি কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মাঝে চার দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি (মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের) দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে আশপাশের জেলা থেকে স্বেচ্ছায়সেবীরা বিনাশ্রমে ময়দানের প্রস্তুতিকাজ করছেন। ১৬০ একর বিশাল ময়দানে সামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিস্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ানমঞ্চ।

মাদরাসা ছাত্র হোসাইন বলেন, আমরা ৩০ থেকে ৪০ জন ছাত্র স্বেচ্ছায় ময়দানের কাজ করতে এসেছি। ময়দানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন, খুঁটি গাঁড়া, পাটের চট টানানো, নামাজের জন্য ময়দানে লাইন কাটার কাজ করছি।

ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়দানে কাজ করতে আসা দিদারুল আলম (৪৯) জানান, আমরা একটি দল ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মাঠে খুঁটি গাঁড়া, সামিয়ানা টানানোসহ মাঠ প্রস্তুতি কাজ করছি। আশা করছি, ইজতেমা শুরুর ৩ থেকে ৪ দিন আগেই ময়দানের প্রস্ততি কাজ শেষ হবে ইনশাআল্লাহ।

ইজতেমা ময়দানে মূল বয়ানমঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানান, বয়ানমঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। দীর্ঘ ১৬ বছর যাবত বিশ্ব ইজতেমার বয়ানমঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা আশা করছি, প্রতি বছরের ন্যায় এবারো শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্র: বাসস

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

যশোরে বেতন আটকে গেছে হাজার শিক্ষক-কর্মচারীর

রুহুল আমিন: যশোরে ইএফতি সিস্টেমে বেতন দেয়ায় বেসরকারি স্কুল-কলেজের...

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কাঠের কারখানার বয়লার বিস্ফোরণে দুইজন নিহত...

বাড়লো এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার।...

মেহেরপুরে সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক

মেহেরপুর মুজিবনগর সীমান্তে টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট থেকে...