শিক্ষা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা অফিস ঢাকা অফিস | October 25, 2025

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় মোট ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিল সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশে আইনজীবী হিসেবে সনদ পেতে তিন ধাপের পরীক্ষা পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রথমে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে একজন সিনিয়র আইনজীবীর অধীনে অন্তত ছয় মাস ইন্টিমেশন জমা দিতে হয়। এরপর প্রার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা লিখিত পরীক্ষার সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থীরা আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং সংশ্লিষ্ট জেলা বারে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইন পেশায় প্রবেশ করতে পারেন।

উল্লেখ্য, আইনজীবীদের পেশাগত কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে বাংলাদেশ বার কাউন্সিল।

স্বাআলো/এস

Shadhin Alo