বাগেরহাটের চিতলমারী ৫১ পিচ ইয়াবাসহ রাজীব শিকদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার নালুয়া-দলুয়াগুনি সড়কের পাশে মিল্টন শেখের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রাজীব শিকদার উপজেলার ঘোলা গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম কামরুজ্জামান খান বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জানান, থানার এসআই নাজমুল হুসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা কালে রাজিবকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিতলমারী থানায় একটি মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
স্বাআলো/এসএস