যশোরে ইয়াকুব আলী নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৯ নভেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা বেগম সোহানী পূষণ এই রায় দিয়ে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুব আলীর বাড়িতে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এই ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত শেষে আসামি ইয়াকুব আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার আসামির উপস্থিতিতে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব আলীকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক।
স্বাআলো/এস