খুলনা বিভাগ

যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে যুবক

| May 15, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া ( ২১) নামে এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৫ মে) সদর উপজেলার রুপদিয়ায় এ ঘটনা ঘটে।

আহত রনি মিয়া বসুন্দিয়া গাইদগাছি গ্রামের মিঠু খন্দকারের ছেলে।

মারধরের প্রতিশোধ নিতে যশোরে কলেজছাত্র নুর খুন

প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রনি নরেন্দ্রপুর বটতলা রূপদিয়া বাজার হতে মোটরসাইকেলযোগে বাবুবাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিচলি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজন ।

স্বাআলো/এস

Debu Mallick