যশোরে বিএনপি নেতার চালের আড়তে যুবক খুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক: যশোরে এসএম বায়জিদ হাসান (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় মোস্তাফিজুর রহমানকে (৫৪) আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ মার্চ) দিবাগত রাতে মণিরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তাফিজুর রহমান মণিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহতের মা দিলরুবা বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন।

যশোরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে মা-মেয়ের আত্মহত্যা

মামলায় আসামি করা হয়েছে যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী ওরফে মুল্লুক চাঁদ, তার ভাই সঞ্জয় চৌধুরী, ঠিকাদার শহিদুল ইসলাম, মোহাম্মদ রাজ (৪০), মোহাম্মদ রাজন (৩৪), যশোর শহরের গাড়িখানা রোডের মোহাম্মদ শাহ আলম (৫১), শহরের লোন অফিস পাড়ার জসীম উদ্দীন (৪৩), সাহা আব্দুল করিম রোডের মোহাম্মদ আলী, মণিরামপুর লাউডি গ্রামের মুস্তাফিজুর রহমানসহ চার-পাঁচজন।

মামলায় বাদী তার অভিযোগে বলেছেন, বায়জিদ হাসান পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ঢাকা বসুন্দিয়ায় মুল্লুক চাঁদ এবং সঞ্জয়ের অনেক ট্রাকশনের কাজ করছিলো। গত ১৫ মার্চ তার স্ত্রীকে নিয়ে বাসায় আসে। ২৪ মার্চ আসামিরা আমার বাসা খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে তুলে নিয়ে মুল্লুক চাঁদের চালের আড়তের ভিতরে যায়। মিথ্যা পাঁচ লাখ ৫৪ হাজার টাকা টাকা পাবে বলে মারধর করে হত্যা করে।

যশোরে বিএনপি নেতার চালের আড়ৎ থেকে যুবকের লাশ উদ্ধার

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বায়জিদ হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মামলার ৯ নাম্বার আসামি মুস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে ১৫৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হচ্ছে। সে হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...