যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
নিহত আসাদুল ইসলাম আসাদ শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলো আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় ছিনতাইকারীরা তাকে ধরে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়েছিলেন। শনিবার পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল ইসলাম মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেছেন, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা অস্পস্ট। পুলিশ অভিযানে রয়েছে, দ্রুত হত্যাকারীদের আটক করা হবে।
স্বাআলো/এস