ঝিনাইদহ শহরে জীবন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) শহরের ব্যাপারীপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়ার রজব আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার বিকেলে শহরের ব্যাপারীপাড়ার নাজিমপট্টিতে আজগর আলীর বাড়ির সামনে জীবন ও তার ৪-৫ জন বন্ধু একসঙ্গে বসে ছুরি দিয়ে আম খাচ্ছিলো। এ সময় হঠাৎ তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বন্ধুদের মধ্য থেকে কয়েকজন জীবনকে বুকের দুই পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে।
ঝিনাইদহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কেনো তাকে এভাবে হত্যা করা হলো, তা তদন্ত শেষে জানা যাবে। হত্যাকারীদের গ্রেফতারে জন্য পুলিশি অভিযান চলছে।
স্বাআলো/এস