বিনোদন

তোদের জ্বলবে, আমার তাতেই চলবে, কাদের ইঙ্গিত করলেন বুবলী!

| November 15, 2023

কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনে বিতর্কের মুখে পড়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীকে কটাক্ষ করে পোস্টও করেছিলেন অভিনেত্রী পরীমনি। এছাড়া অপু বিশ্বাসও বিভিন্ন আকার ইঙ্গিতে দিচ্ছেন খোঁচা।

এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সরব হলেন বুবলী।

বুবলী-তাপসের প্রেম: অডিও ফাঁস ইস্যুতে এবার মুখ খুললেন অপু

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওয়াইন কালার লেহেঙ্গায় নায়িকার চোখে-মুখে ছিলো ব্যাপক উচ্ছ্বাস। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চলছিলো একটি গান। আর এই গানের মাধ্যমেই সমালোচকদের কটাক্ষের জবাব দেন বুবলী।

শাকিবের ওপর প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী

ওই ভিডিওতে চলছিলো নেটদুনিয়ার ভাইরাল গান তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’র কিছু অংশ। যেখানে শোনা যায়, হ্যা, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে। পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন, তারাই আবার করছে কাঠি। সামনে প্রিয়জন যতোই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া ভয়ডর নেই। যে যা বলুক, বলবে। তোদের জ্বলবে, আমার তাতেই চলবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply