খুলনা বিভাগ

অবৈধ অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে যুবক আটক

| July 15, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)।

সোমবার (১৫ জুলাই) শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনির হোসেন উপজেলার গোগা গ্রামের নুর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ খুরশিদ আনোয়ার।

তিনি জানান, বিনা পাসপোর্টে ভারতে কাজের উদ্দেশ্যে প্রবেশকালে কর্তব্যরত বিজিবি টহল সদস্যরা তাকে আটক করে।

আটক মনির হোসেনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick